শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় ফুটবল লীগ উপলক্ষে ডিএফয়ের ব্রিফিং 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ফুটবল লীগ উপলক্ষে ডিএফয়ের ব্রিফিং 

চুয়াডাঙ্গা হোক ফুটবলের রোল মডেল। ফিরিয়ে আনা হবে চুয়াডাঙ্গা ফুটবলের সোনালী অধ্যায় এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক মীর সিমেন্ট শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লীগ উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের হলরুমে প্রেস বিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের তরুণ সভাপতি সাবেক ফুটবলার এখলাস উদ্দিন সুজন। 

এছাড়া প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাবেক কৃতি ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সহ-সভাপতি ইমরান হুসাইন, সাবেক ফুটবলার এফসির সাবেক কোচ সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, নির্বাহী সদস্য শেখ রাসেল, শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লীগের টাইটেল স্পন্সর মীর সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং রবিন হোসেন, মেঘনা লাইফ ইন্সুরেন্সের চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ব্যবস্থাপক রাজু আহমেদ সহ প্রথম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী টিমের অধিনায়ক ও কর্মকর্তারা। 

প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন সুজন বলেন, চুয়াডাঙ্গার ৯টি টিম নিয়ে প্রথম বিভাগ ফুটবল লীগ আগামী ২৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে শুরু হবে। এছাড়া চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলার ফুটবলকে ঢেলে সাজানোর জন্য পাঁচ বছর মেয়াদী একটি দিনপঞ্জি করা হয়েছে। সেই দিনপঞ্জির তালিকা অনুযায়ী প্রথম বিভাগ ফুটবল লিগ অনুষ্ঠিত হচ্ছে। 

উল্লেখ্য আগামী ২৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে লীগের উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. কিসিঞ্জার চাকমা।

টিএইচ